Sunday, April 22, 2012

A Composition on this Bengali New Year by Ms. Panchali kar

   
১৪১৯-এর অঙ্গীকার


নতুন প্রভাতেরে আজ করি আহ্বান,
বিগতকে বিদায়, নতুনের হোক জয়গান।

‘১৪১৯’এর আজ শুভ আগমন,
সানন্দে তাঁরে, করি গো বরণ।

মুছে যাক সব,হীন দীনতা,
উজ্জ্বল ঊষা আনে আনন্দ বারতা।

দৃঢ় চিত্তে মোরা, করি অঙ্গীকার,
ব্যাথিতের সাথে যেন থাকি অনিবার।

ধরণীতে আনব মোরা স্নেহের পরশ,
মায়ার বাঁধনে‘করব জীবন সরস।

বিভেদ ভুলে মোরা করবো বিজয়
অমৃতের পুত্র সবাই, হবে জয় নিশ্চয়।

               -পাঞ্চালী কর। ১৫।০৪।২০১২