Showing posts with label bangla kobita. Show all posts
Showing posts with label bangla kobita. Show all posts

Sunday, April 22, 2012

A Composition on this Bengali New Year by Ms. Panchali kar

   
১৪১৯-এর অঙ্গীকার


নতুন প্রভাতেরে আজ করি আহ্বান,
বিগতকে বিদায়, নতুনের হোক জয়গান।

‘১৪১৯’এর আজ শুভ আগমন,
সানন্দে তাঁরে, করি গো বরণ।

মুছে যাক সব,হীন দীনতা,
উজ্জ্বল ঊষা আনে আনন্দ বারতা।

দৃঢ় চিত্তে মোরা, করি অঙ্গীকার,
ব্যাথিতের সাথে যেন থাকি অনিবার।

ধরণীতে আনব মোরা স্নেহের পরশ,
মায়ার বাঁধনে‘করব জীবন সরস।

বিভেদ ভুলে মোরা করবো বিজয়
অমৃতের পুত্র সবাই, হবে জয় নিশ্চয়।

               -পাঞ্চালী কর। ১৫।০৪।২০১২

Saturday, March 10, 2012

A Tribute to the Colour of Festival---Holi 2012


A Tribute to the Colour of Festival---Holi 2012
By
Panchali Kar
ফাগুনে
দোল দোল দোল,
বাজুক খুশীর বোল
ভুবনে আজ প্রেমের জোয়ার,
আনন্দ ভরপুর
ব্রজগোপী সাথে হোলি খেলে মদনমোহন,
আবিরে গুলালে রাঙে রাধিকার বদন
পিচকারি রঙে আজ সেজেছে আকাশ,
মৃদুচালে চলেছে দখিনবাতাস
রঙের ছোঁয়া আজ লেগেছে মনে,
প্রজাপতি মেলেছে ডানা মধুআহরণে
হিংসা দ্বেষ মান অপমান মুছেযাক্ আজ,
খুলে যাক মনের দুয়ার, ধরুক সবাই হাত।
আনন্দ উৎসবে এসো মাতি সবাই,
মিলে মিশে রঙে রসে মেতে উঠি ভাই          
               -পাঞ্চালী কর।
                        ০৬।০৩।২০১২

Wednesday, February 29, 2012

Holy 2012 : A composition on Holi festival

               Once again, the festival of colors " HOLY" has arrived announcing the entry of spring. It falls on the march 8th of this year, 2012. People of India and Indians all over the world celebrate this occasion by playing colors and singing Holy songs with friends and distributing sweets to each of those families and neighbors.

               It is a myth that Lord krishna wanted to colour the fair complexion of Radha and played Holy with her for the first time. Gurudev Rabindra nath Tagore, the Indian noble laureate also wrote so many of his songs in connection with  festival  Holy. He started Vasant Utsav at Shantiniketan in West Bengal of India to mark the festival. COLOUR - brings joy in our life,changes our mood, gives self-confidence, and the faith in GOD.
       
             So friends  lets welcome  the begining of spring ,the season of colour , with a small poem written by my aunt(MAMI), Mrs. PANCHALI KAR  .

  'দো

           বসন্তেরই মাতাল বাতাস প্রাণে দেয় দোলা,

         জাগায় প্রাণে রঙিন স্বপন, চিত্ত বিহ্বলা ।


      ধরণী আজ উঠল জেগে রঙিন পরশে ,

   পলাশ ফুলের শোভা যে নীল আকাশে ।


 কোকিলের কুহুতান , ভ্রমরের গুঞ্জন , 

ভরিয়ে তোলে যে মোদের প্রাণের স্পন্দন । 


  রঙের নেশায় মাতুক সবাই, হোক না মনের মিলন , 

    সব অবসাদ ভুলে মোরা ,করি যে তার আগমন ।


 দোলের আনন্দেতে মোরা করি জয়গান , 

  আজি এ ধরণীতে জগিয়াছে প্রাণ।


  শান্তিনিকেতনে যাও রে আজ সবাই নেচে নেচে , 

দেখবে সেথায় দোলের নাচন উপচে পড়েছে। 



                                                             -পাঞ্চালী কর ২৮।০২।২০১২




                                           

Monday, February 27, 2012

Poetry for Kids : A Splendid Composition by a Grandmother for a Granddaughter


                         The following poem was composed by one of my aunt (Mrs. Panchali kar) when she first met my daughter "Shreya" a few days ago. My daughter is three and half years old now and by relation, she becomes grandmother to my daughter. The poem was written in Bengali language which is her mother tongue. The composition is quite rhythmic and carries true  love, affection and blessings that we usually find in our life.
                           I shall try to translate the composition in English in future for better understanding of my readers.

'শ্রেয়া' কে-

ছোট্ট মেয়ে 'শ্রেয়া' যে বাবার আদরিণী,
মায়ের কাছে সে যে ভুবন মোহিণী।
ঘ্যান-ঘ্যান প্যান-প্যান করে নাকো সে,
আপন মনে সারাদিন খেলে বেড়ায় যে ।
যদিও তার নেই কোন আব্দার বায়না, 
দুধভাত খেতে সে যে মোটেই চায় না।
খেলার পুতুল খেলনা-বাটি ছুঁড়ে ফেলে সে,
মোবাইল বন্দুককে তার সাথী করেছে।
দুচোখের চাউনিতে দুষ্টুমী মাখা,
ছোট্ট মাথাটি তার বুদ্ধিতে ঠাসা।
খেলাধূলা পড়াশুনা সবেতেই আছে,
মায়ের মমতা তাকে ঘিরে রেখেছে।
হবে সে একদিন বিদুষিনী নারী।
রইল তার সাথে আশীর্বাদ আমারি

                                                                                          ---মামিদিদা
                                                     (পাঞ্চালী কর)  ১৪।০২।২০১২