Showing posts with label holi festival in india. Show all posts
Showing posts with label holi festival in india. Show all posts

Saturday, March 10, 2012

A Tribute to the Colour of Festival---Holi 2012


A Tribute to the Colour of Festival---Holi 2012
By
Panchali Kar
ফাগুনে
দোল দোল দোল,
বাজুক খুশীর বোল
ভুবনে আজ প্রেমের জোয়ার,
আনন্দ ভরপুর
ব্রজগোপী সাথে হোলি খেলে মদনমোহন,
আবিরে গুলালে রাঙে রাধিকার বদন
পিচকারি রঙে আজ সেজেছে আকাশ,
মৃদুচালে চলেছে দখিনবাতাস
রঙের ছোঁয়া আজ লেগেছে মনে,
প্রজাপতি মেলেছে ডানা মধুআহরণে
হিংসা দ্বেষ মান অপমান মুছেযাক্ আজ,
খুলে যাক মনের দুয়ার, ধরুক সবাই হাত।
আনন্দ উৎসবে এসো মাতি সবাই,
মিলে মিশে রঙে রসে মেতে উঠি ভাই          
               -পাঞ্চালী কর।
                        ০৬।০৩।২০১২

Wednesday, February 29, 2012

Holy 2012 : A composition on Holi festival

               Once again, the festival of colors " HOLY" has arrived announcing the entry of spring. It falls on the march 8th of this year, 2012. People of India and Indians all over the world celebrate this occasion by playing colors and singing Holy songs with friends and distributing sweets to each of those families and neighbors.

               It is a myth that Lord krishna wanted to colour the fair complexion of Radha and played Holy with her for the first time. Gurudev Rabindra nath Tagore, the Indian noble laureate also wrote so many of his songs in connection with  festival  Holy. He started Vasant Utsav at Shantiniketan in West Bengal of India to mark the festival. COLOUR - brings joy in our life,changes our mood, gives self-confidence, and the faith in GOD.
       
             So friends  lets welcome  the begining of spring ,the season of colour , with a small poem written by my aunt(MAMI), Mrs. PANCHALI KAR  .

  'দো

           বসন্তেরই মাতাল বাতাস প্রাণে দেয় দোলা,

         জাগায় প্রাণে রঙিন স্বপন, চিত্ত বিহ্বলা ।


      ধরণী আজ উঠল জেগে রঙিন পরশে ,

   পলাশ ফুলের শোভা যে নীল আকাশে ।


 কোকিলের কুহুতান , ভ্রমরের গুঞ্জন , 

ভরিয়ে তোলে যে মোদের প্রাণের স্পন্দন । 


  রঙের নেশায় মাতুক সবাই, হোক না মনের মিলন , 

    সব অবসাদ ভুলে মোরা ,করি যে তার আগমন ।


 দোলের আনন্দেতে মোরা করি জয়গান , 

  আজি এ ধরণীতে জগিয়াছে প্রাণ।


  শান্তিনিকেতনে যাও রে আজ সবাই নেচে নেচে , 

দেখবে সেথায় দোলের নাচন উপচে পড়েছে। 



                                                             -পাঞ্চালী কর ২৮।০২।২০১২